এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না: সেলিমুজ্জামান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, এদেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না। আমি-ডামি নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে, বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন থেকে অনেক ভিন্ন নির্বাচন হবে। আমরা ২০০৮ সালের নির্বাচনে দেখেছি মঈনুদ্দিন-ফখরুদ্দিনের একটি সাজানো নির্বাচন, ২০১৪ সালে দেখেছি ১৫৩টি বিনা ভোটে জয়ী হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করেছিল, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে হয়েছিল, ২০২৪ সালে দেখেছি আমি-ডামি নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এসব নির্বাচনের মতো আর হবে না। এজন্য আমি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আগামী নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা যারা একটি সরকারের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা প্রতিশোধে বিশ্বাসী না, এজন্য আমি আমার কাশিয়ানী-মুকসুদপুর ভোটারদের বলব, এ এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকবে হবে। আমি সবসময় সম্প্রীতির রাজনীতি করি, আমি কখনোই কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী না।

বিএনপির এ নেতা বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করবেন।

এটাই হোক আজকে আমাদের শপথ এবং এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।সেলিমুজ্জামান আরও বলেন, আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের রূপকার হবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।

দিগনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাহাবুবুল আলম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মোল্যা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ : শরিফুল Jan 24, 2026
img
১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত Jan 24, 2026
img
‘ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক হবে জনগণ’ Jan 24, 2026
img
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রতিনিধি নিয়োগ এনসিপির Jan 24, 2026
img
লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুললেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন Jan 24, 2026
img
সুস্থ ও ফিট থাকার টিপস জানালেন শাহিদ কাপুর Jan 24, 2026
img
ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত Jan 24, 2026
img
জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন Jan 24, 2026
img
বিপিএল ফাইনাল: কার হাতে গেল কোন পুরস্কার Jan 24, 2026
img
চাঁদপুরে প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন চিকিৎসাধীন আসামি Jan 24, 2026
img
ফরিদপুরে কারখানায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ Jan 24, 2026
img
চাঁদাবাজরা সবচেয়ে বড় জালেম : সিরাজুল মামুন Jan 24, 2026
img
বরিশালে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে বিএনপি নেতারা Jan 24, 2026
img
শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই ১৯৭১ সালের রাজাকার ইস্যু সমাধান করে গেছেন: গোলাম পরওয়ার Jan 24, 2026
img
দিল্লিতে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে যুক্ত হলেন শেখ হাসিনা Jan 24, 2026
img
বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে শরিফুলের বার্তা Jan 24, 2026
img
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, আইসিজেতে মিয়ানমারের দাবির তীব্র প্রতিবাদ বাংলাদেশের Jan 24, 2026
img
ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন Jan 24, 2026
img
নীলফামারী-৪ আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে শোকজ Jan 24, 2026
img
চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান হান্নান মাসুদের Jan 24, 2026