টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। আজ রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।
তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা গতকালই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা।
খুলনাকে শেষ রাউন্ডে ৭ উইকেটে হারিয়ে। তবে গতকাল বগুড়ায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে পারেনি তারা।
রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি।
দুই দলের টেস্টটি যে ড্র হতে যাচ্ছে গতকালই বোঝা গিয়েছিল। তবে রাজশাহীতে যদি আজ অলৌকিক কিছুর মধ্য দিয়ে সিলেট জয় পেত তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো।
সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক।
তাতে শিরোপা ধরে রাখা হলো না অধিনায়ক জাকির হাসানের দলের।
এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।
ইএ/এসএন