দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে দেশটির এক নারীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত।
২০ বছর বয়সী ওই নারী টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা সনকে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের পরিকল্পনায় দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের নথিতে বলা হয়, ইয়াং দাবি করেছিলেন যে তিনি সনের সন্তানসম্ভবা এবং এ অভিযোগ গোপন রাখার বিনিময়ে ৩০ কোটি কোরিয়ান মুদ্রা (প্রায় ২ লাখ ৫ হাজার ডলার) দাবি করেন।
ঘটনাটি ঘটেছে গত জুনে। পরে নভেম্বরে রুদ্ধদ্বার শুনানিতে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন সন হিউং-মিন। প্রসিকিউশন জানায়, সনকে একটি আলট্রাসনোগ্রাফির ছবিও পাঠিয়েছিলেন ইয়াং এবং বিষয়টি প্রকাশ করে দেবেন বলে হুমকি দেন।
এতেই থেমে থাকেননি ইয়াং। তিনি ও তার প্রেমিক মিলে আরও ৭ কোটি কোরিয়ান মুদ্রা আদায়ের চেষ্টা করেন। তদন্তে উঠে আসে, সন ছিলেন তাদের দ্বিতীয় টার্গেট। এর আগেও এক ব্যক্তিকে একইভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন ইয়াং।
আদালত রায়ে বলেন, গর্ভধারণের পরও ইয়াং কখনো সন্তানের প্রকৃত পিতা কে, তা নিশ্চিত করেননি। রায়ে আরও উল্লেখ করা হয়, সনের মতো জনপ্রিয় ব্যক্তি এ ধরনের ব্ল্যাকমেইলিংয়ের ঝুঁকিতে থাকেন এবং ইয়াং সেই সুযোগটাই নিয়েছেন। আদালতের ভাষায়, অপরাধটি “অত্যন্ত জঘন্য” এবং এতে ভুক্তভোগী “গুরুতর মানসিক ক্ষতির” শিকার হয়েছেন।
ইএ/এসএন