বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের কাজের দর্শন ও সফলতার পেছনের কারণ খোলাখুলি জানালেন। তাঁর মতে, “আমার সাফল্য আমার সিদ্ধান্তের যোগফল।” তিনি ব্যাখ্যা করলেন, সবাই কঠোর পরিশ্রম করেন, কিন্তু তিনি নিজস্ব নিয়মে এগোনোর চেষ্টা করেন। প্রতিটি কাজে নিজের সর্বোচ্চ, অর্থাৎ ১৫০% দেন। কারণ তিনি জানেন কেউই চিরকাল অপরিহার্য নয়, এবং তিনি নিজেও তার ব্যতিক্রম নন।
প্রিয়াঙ্কার এই মনোভাবই তাকে শুধু বলিউডে নয়, আন্তর্জাতিক মঞ্চেও এক অনন্য অবস্থানে নিয়ে এসেছে। প্রতিটি প্রকল্পে আত্মনির্ভরশীল ও নিয়ন্ত্রণে থাকার জন্য নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা, তাঁর কাজের মান ও দর্শকদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করলে ফলাফল স্বাভাবিকভাবেই আসে। এছাড়া এটি আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সহায়তা করে। প্রিয়াঙ্কার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি শুধু প্রতিভার ওপর নির্ভর করেন না, বরং পরিকল্পনা, কঠোর পরিশ্রম ও নিজস্ব নিয়মের সমন্বয়ে নিজের সাফল্য নির্মাণ করেন।
আরপি/এসএন