ভারতীয় সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি নিজের জীবন ও ক্যারিয়ারের বিষয় নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন। তিনি জানালেন, বাড়ির বাথরুম পরিষ্কার করতে তিনি রাজি থাকলেও রাজনীতিতে নামার কোনো আগ্রহ নেই। তাঁর বক্তব্য, তিনি লোককে রাজি করানোর বা কনভেন্স করার ক্ষমতা রাখেন না। কেউ যদি তাঁকে ভোট দিতে না চায়, তা মেনে নেওয়াটা তাঁর পক্ষে কঠিন। এই কারণে রাজনীতিকে তিনি জীবনের কোনো অংশ হিসেবে দেখতে চান না।
পৌষালীর এই মন্তব্য তাঁর ব্যক্তিত্বের বাস্তবচিত্র তুলে ধরে নিজেকে তিনি জানেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। অনুরাগীরা প্রশংসা করেছেন, যেখানে অনেক তারকা নানা জায়গায় দখল করতে চায়, সেখানে পৌষালী তার নিজের জায়গায় থেমে থেকেছেন এবং নিজের স্বচ্ছ ও বাস্তবচিত্রকে ধরে রেখেছেন।
তিনি আরও বলেন, প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের স্বাচ্ছন্দ্য ও ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ। এই মনোভাবই তাঁকে ব্যাক্তিগত ও পেশাগত জীবনে স্থিতিশীল থাকতে সাহায্য করেছে।