সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়েই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট গঠন করবে বলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) প্রার্থী তালিকা ঘোষণা শেষে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট না করা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এই তথ্য জানান। নাহিদ বলেন, আমাদের রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। ফলে আমাদের কাছে মনে হয়েছে, মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোন দলের সঙ্গে যদি যাই আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হবো। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এমনভাবে দাঁড়াবো নির্বাচনের ফলাফল যাই আসুক আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক আদর্শ ও লক্ষ্যের জায়গা থেকেই তো আমরা আলাদা।
তিনি বলেন, আমরা বারবার বলেছি যদি গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা, সংস্কারের আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করতো। নিজেদের দলের ভিতরে সংস্কার আনত। নিজেদের নীতি আদর্শকে আরও ঠিক করতো। তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি সাত মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে।
নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে বলে এ সময় অভিযোগ করেন নাহিদ ইসলাম।
এসএস/এসএন