আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক ওয়ানডে র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর তার রেটিং দাঁড়িয়েছে ৭৮১, যা তাকে বিশ্বসেরা ওয়ানডে ব্যাটার হিসেবে শীর্ষে রেখেছে।
তবে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বিরাট কোহলির। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে নম্বর ৪ থেকে উঠে সরাসরি নম্বর ২-এ জায়গা করে নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তিন ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে ৩০২ রান, যার মধ্যে আছে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক। স্ট্রাইক রেট ১১৭.০৫, গড় ১৫১—তার এই অসাধারণ ফর্মই ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জেতানোর পাশাপাশি র্যাংকিংয়েও বড় পরিবর্তন এনেছে। কোহলির বর্তমান রেটিং ৭৭৩।
সিরিজে রোহিতও ছিলেন অসাধারণ ছন্দে। দুটি অর্ধশতকে ১৪৬ রান করে নিজের শীর্ষস্থানকে আরো পোক্ত করেছেন ভারতীয় অধিনায়ক।
আইকে/টিকে