ঠিকানা বদল করছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। অ্যাস্টোরিয়ার ভাড়া বাসা ছেড়ে ম্যানহাটনের ঐতিহাসিক গ্রেসি ম্যানসনে উঠছেন তিনি। জানুয়ারি মাস থেকে পরিবার নিয়ে সেখানেই থাকবেন।
গ্রেসি ম্যানশন নির্মিত হয় ১৭৯৯ সালে এবং বর্তমানে এর মূল্য প্রায় ১০ কোটি ডলার। ২২৬ বছরের পুরনো এই প্রাসাদটি ম্যানহাটনের ইয়র্কভিল এলাকার ইস্ট এন্ড এভিনিউয়ের ৮৮ স্ট্রিটে অবস্থিত এবং ১৯৪০-এর দশক থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কিন্তু গত নভেম্বরে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ের পর এই সরকারি বাসভবনে বসবাসের ব্যাপারে তেমন কিছু বলেননি মামদানি। তিনি জানান, ভবিষ্যতের বাসস্থান সম্পর্কে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি।
অবশেষে গত সোমবার (৮ ডিসেম্বর) তিনি নিশ্চিত করেছেন, তিনি ও তার স্ত্রী রামা দুয়াজি আগামী জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে উঠবেন। মামদানি জানান, এই সিদ্ধান্তের মূল কারণ তার পরিবারের নিরাপত্তা।
পাশাপাশি গ্রেসি ম্যানশনে থাকার ফলে তিনি নিউইয়র্কবাসীর জন্য তার ‘অ্যাফোর্ডেবলিটি অ্যাজেন্ডা’ তথা সাশ্রয়ী মূল্যের আবাসন ও জীবনযাত্রার নীতি বাস্তবায়নে আরও মনোযোগ দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘সিদ্ধান্তটি এসেছে আমার পরিবারের নিরাপত্তা ও ভোটদাতাদের প্রত্যাশা ভেবে। এখন নিউইয়র্কবাসীর অ্যাজেন্ডা বাস্তবায়নে মনোযোগ রাখব।’ মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন।
বর্তমানে ম্যানহাটনের অ্যাস্টোরিয়া এলাকায় ভাড়ায় থাকেন মামদানি। প্রধানত মধ্যবিত্ত পরিবারের আবাসস্থল হিসেবে পরিচিত এই এলাকাটি অভিবাসীদের আধিক্য এবং বহু সংস্কৃতি ও খাবারের জন্য বিখ্যাত।
মামদানির বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্টোরিয়াকে ধন্যবাদ: নিউ ইয়র্ক সিটির সেরাটা আমাদের দেখানোর জন্য। যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকতে পারছি না, অ্যাস্টোরিয়া সবসময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে।’
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানির অন্যতম প্রতিশ্রুতি ছিল নিউইয়র্কে বাড়িভাড়া কমানো। যেমনটা এখন অ্যাস্টোরিয়া এলাকায় কার্যকর রয়েছে। তবে তার প্রতিদ্বন্দ্বীরা, বিশেষ করে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ধনী পরিবারের সন্তান মামদানি অ্যাস্টোরিয়ার অ্যাপার্টমেন্টটি দখল করেন বলে অভিযোগ করেন।
সব মেয়র গ্রেসি ম্যানশনে বসবাস করেননি। বিলিয়নেয়ার উদ্যোক্তা এবং আর্থিক ও মিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ২০১২ সাল পর্যন্ত তিন মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও ম্যানহাটনের আপার ইস্ট সাইড পাড়ায় অবস্থিত তার নিজস্ব বাড়িতেই থাকতেন।
মামদানির বর্তমান অ্যাপার্টমেন্টের ভাড়া স্থিতিশীল। অর্থাৎ বাড়িওয়ালারা প্রতি বছর ভাড়া কত বাড়াতে পারবেন তার সীমা শহর কর্তৃপক্ষ নির্ধারণ করে। নিউইয়র্কবাসী এই অ্যাপার্টমেন্টগুলোকে ‘মূল্যবান লাইফলাইন’ বলে মনে করেন কারণ আবাসনের খরচ অনেকের সামর্থ্যের চেয়েও বেশি।
রেকর্ড অনুযায়ী, মামদানি তার অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় দুই হাজার ৩০০ ডলার ভাড়া দেন। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম জিলোর তথ্য অনুসারে, নিউইয়র্ক সিটিতে এক কক্ষের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া প্রতি মাসে সাড়ে তিন হাজার ডলার।
কেএন/টিকে