গত ১৮ নভেম্বর দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলের জয়ের রাতে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই ম্যাচের ২২ দিন পর অবশেষে পুরস্কারের টাকা হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ২৩ জন ফুটবলার, ম্যানেজার ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাসহ ৭ অফিসিয়ালকে এই টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া পরিষদ।
এদিকে পুরস্কারের জন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ৪০ জনের একটি তালিকা দিয়েছিল। সেখান থেকে ভারত ম্যাচের স্কোয়াডের ২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালের নামে চেক তৈরি করে ক্রীড়া পরিষদ। খেলোয়াড়, কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমের প্রত্যেকে ৭ লাখ করে পেয়েছেন। অন্যদিকে ৫ লাখ করে পেয়েছেন কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য।
আইকে/টিকে