বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবদুল্লাহ আল ওয়াকির নাম ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অন্যদের সঙ্গে তার নাম ঘোষণা করেন।
এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল ওয়াকি বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি বলেন, আজ থেকেই প্রচারণায় নামবেন।
ওয়াকি আশা করেন, দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভোট পাবেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করেছিলেন। তিনি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী ও সদস্য। আপাতত তার দলীয় অন্য কোনো পদ-পদবি নেই।
বগুড়া-৬ আসন (সদর) আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তার স্থলে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করা হয়েছে।
‘ভিভিআইপি’ এ আসনে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বগুড়া শহরে জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। এ আসনে বাসদের প্রার্থী অ্যাডভোকেট দিলরুবা নূরী ও ইসলামী আন্দোলনের আ ন ম মামুনুর রশিদ।
তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনি প্রচারণায় কিছুটা ভাটা পড়ে। তার সুস্থতা কামনায় গত কয়েক দিন ধরে জেলার সর্বত্র দোয়া, মিলাদ, কুরআনখানি, দুস্থদের মাঝে খাবার বিতরণ, গরু-ছাগল ছদকা দেওয়া হচ্ছে।
তবে বৃহস্পতিবার নির্বাচনি তফশিল ঘোষণা হবে- এমন খবরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা সরব হয়েছেন।
কেএন/টিকে