অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে প্রেস উইং নিশ্চিত করেছে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
এদিকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই লাইনের একটি পোস্ট দিয়েছেন। পাশাপাশি পোস্টের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পদযাত্রার জন্য প্রস্তুত? নতুন যাত্রা!’
ওই পোস্টের নিচে নানান শ্রেণির মানুষ মন্তব্য করেছেন। এরমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘অপূর্ণ যাত্রাকে দীর্ঘ লড়ায়ের মাধ্যমে পূর্ণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’
মো. ইব্রাহিম নামে একজন আরেকজন লিখেছেন, ‘থেমো না, হে বিপ্লবী বীর। জনতার পথই তোমার উৎকৃষ্ট নীড়!’ সামিউল্লাহ শাহেদ নামে আরেকজন লিখেছেন, ‘নীতিনৈতিকতা আর জুলাইয়ের স্পিরিট ধরে রাইখেন ভাই! আর কিছু বলার নাই, দোয়া রইলো।’
এদিকে, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। একই সঙ্গে কূটনৈতিক পাসপোর্টও ফেরত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।
সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এনসিপি গঠন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা।
আইকে/টিকে