বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে দূরত্ব বেড়েছে ঢাকার ক্লাব সংগঠকদের। যার প্রভাব পড়ছে মাঠের খেলায়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অধীনে হওয়া সব লিগ বর্জনের হুমকি দিয়েছে ৪৩টি ক্লাব।
এ কারণেই পূর্বঘোষিত সূচি অনুযায়ী গত ১৮ নভেম্বর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে পারেনি সিসিডিএম।
এরপর আরো একবার সময় পরিবর্তন হয়ে আগামী ১৪ ডিসেম্বর শুরু হওয়ার কথা। তার আগে সেই সব ক্লাবগুলোকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ।
খেলোয়াড়দের কথা চিন্তা করেই লিগে অংশ নেওয়া উচিত বলে মনে করেন ফারুক। বিসিবির পরিচালক বলেছেন, ‘একটা ব্যাপার স্পষ্ট, যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারাই এখন লিগ বর্জনে সোচ্চার।
প্রতিবাদের ভাষা অনেক আছে। তাই বলে ক্রিকেটকে বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না। দেশে গুরুত্বপূর্ণ হলো খেলা। লিগ না হলে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা।
সে কারণেই ক্রিকেটারদের স্বার্থে খেলা মাঠে গড়ানো দরকার।’
শেষ পর্যন্ত ক্লাব ক্রিকেট না হলে বিসিবি বিকল্প টুর্নামেন্টের চিন্তা করবে বলেও জানিয়েছেন ফারুক। তিনি বলেছেন, ‘ক্লাব ক্রিকেটটা হলো না। তখনো কিন্তু টুর্নামেন্ট হবে। মানে কিছু একটা বোর্ড তো বের করবে যেন ছেলেগুলোকে মাঠে রাখা যায়।
বোর্ড চিন্তা করবে, যদি খেলা না হয়, তাহলে আমরা কী করতে পারি। আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট বা বিভিন্ন সংস্করণের ক্রিকেট হবে। যেন খেলোয়াড়েরা খেলতে পারে।’
আগামীকাল সূচি ঘোষণার কথা রয়েছে বিসিবির। ২০টি ক্লাবকে হিসেবে ধরেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। আর এখন পর্যন্ত কোনো ক্লাব চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ বর্জন করেনি বলে জানিয়েছেন আদনান রহমান দীপন। সিসিডিএম চেয়ারম্যান বলেছেন, ‘আমরা লিগ খেলব না, এরকম কোনো চিঠি সিসিডিএমকে পাঠায়নি একটিও ক্লাব।’
টিজে/টিকে