জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি'র যুগ্ম সদস্য সচিব জিনিয়া শারমিন রিয়া স্ব-পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ৫০ এর দিকে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, 'সদ্য ঘোষিত কমিটিতে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে জন্য কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি যে- আমি উক্ত কমিটি থেকে পদত্যাগ করছি।'
২৪ এর জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত এই সমন্বয়ক আরো লিখেছেন, 'দিনশেষে মনে হয়- জুলাইয়ে থানার বাইক চোরের কাছেও আমরা অনেক সময় হেরে যাই! তারপরও আমার সকল সহযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন। দলের দুঃসময়ে আমি আছি, এবং ভবিষ্যতেও থাকব।'
নিজের অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি শেষে লিখেন, 'সরি আব্বু -আম্মু, তোমাদের ধন সম্পদ নষ্ট করে নতুন বন্দোবস্তের রাজনীতি করতে এসেছিলাম জনগণের জন্য কথা বলতে! কি আর। আমার সাথে কত কী কাহিনি বিস্তারিত লিখব পরে আপাতত আল্লাহ হাফেজ।'
জিনিয়া এই ঘোষণা দেওয়ার মাত্র ত্রিশ মিনিট আগে রাত ২ টা ২০ মিনিটের দিকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক মাহির আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যেখানে আহবায়ক হিসেবে এস.এম আতহার সাকিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মানিক ও মোহাম্মদ রায়হান মনোনীত হয়েছেন।
এছাড়াও সদস্য সচিব জায়েদ বিন আমান এবং যুগ্ম সচিব হয়েছেন জিনিয়া শারমিন রিয়া (পদত্যাগকৃত) ও ফাহমিদা হাসান হেবা। আশফিক রহমান কক্সবাজারে সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে ১ বছরের অনুমোদনপ্রাপ্ত এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি বরাবর পূর্ণাঙ্গ কমিটি প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
টিজে/টিকে