প্রতিপক্ষের গোলমুখে খুব একটা কার্যকর হতে পারল না রিয়াল মাদ্রিদ। নির্ধারিত নব্বই মিনিটে তারা লক্ষ্যে শট রাখতে পারল কেবল তিনটি। তার একটিতে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এই ফরাসি তারকা গোল করলেন আরেকটি। ভিয়ারেয়ালকে হারিয়ে, বার্সেলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল আলভারো আরবেলোয়ার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ঘরোয়া লিগে টানা পঞ্চম জয় পেল রেয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৫১।
রিয়ালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মোনাকোর বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচ থেকে ভিয়ারেয়ালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আরবেলোয়া।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও, উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। ২০তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে তারা। বক্সের ভেতর দারুণ নৈপুণ্যে আর্দা গিলেরের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস জুনিয়র। সাত মিনিট পর বক্সের বাইরে থেকে এমবাপের নিচু শটও রুখে দেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের ভুলে বল পান ভিনিসিউস জুনিয়র। বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান তারকার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।কদিন আগে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে দারুণ গোলে সেনেগালের ট্রফি জয়ের নায়ক পাপ গেয়ি এবার ক্লাব ভিয়ারেয়ালের হয়ে ভালো একটি সুযোগ পান প্রথমার্ধের যোগ করা সময়ে। কিন্তু বাইরে মারেন তিনি।
প্রথমার্ধে ভিয়ারেয়ালের চার শটের একটিও লক্ষ্যে ছিল না। আর রেয়ালের আট শটের দুটি লক্ষ্যে ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপে। তার পাস ধরেই বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন ভিনিসিউস। আরেক ডিফেন্ডার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে এমবাপের কোনাকুনি নিচু শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
৭২তম মিনিটে ম্যাচে লক্ষ্যে নিজেদের একমাত্র শটটি রাখতে পারে ভিয়ারেয়াল। তবে আলবের্তোর শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি থিবো কোর্তোয়াকে। ৮২তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস বক্সে পান এমবাপে। তার প্রথম স্পর্শের পর দারুণ ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন ভিয়ারেয়াল ডিফেন্ডার রাফা মারিন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিকে পানেনকা শটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন এমবাপে। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রেয়াল। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারো।
এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।
এসএস/টিকে