সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নাদিম মাহমুদ বলেছেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে। এর দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তা অন্ধকারে পড়ে আছে। এই দুইজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই।
যুব অধিকার পরিষদ এ বিষয়ে আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিবে।
পিএ/এসএন