ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় নগরীর গীর্জামহল্লা কশাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। এ সময় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেছে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
পাশাপাশি নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দরা। স্বাগত মিছিলটি বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসএস/এসএন