বক্স অফিসে ঝড় তুললেও মধ্যপ্রাচ্যে মুক্তি পেল না রণবীর সিং ও অক্ষয় খান্নার অভিনীত ‘ধুরন্ধর’। মাত্র এক সপ্তাহে ভারতের জাতীয় বক্স অফিসে ২০০ কোটি, আন্তর্জাতিক বাজারে ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করলেও পাকিস্তান-বিরোধী থিমের কারণে ছবিটি গালফ অঞ্চলে নিষিদ্ধ হয়েছে। বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী ছবিটির মুক্তিকে অনুমোদন দেয়নি।
আদিত্য ধর পরিচালিত ছবিতে লিয়ারির গ্যাংস্টারদের সঙ্গে ভারতীয় গুপ্তচরের দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। পাকিস্তান ও বালোচিস্তানের প্রেক্ষাপটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে গান ও দৃশ্যের কারণে বালোচিস্তান এবং পাকিস্তানে ‘ধুরন্ধর’-এর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। বাহারিনের র্যাপার হুসাম অসীমের আরবি–র্যাপ সংযুক্ত FA9LA গান ৮০-এর দশকের প্রজন্মকেও মোহিত করেছে।
মধ্যপ্রাচ্যে ইতিপূর্বে ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবির ওপরও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তীতে সংলাপ বা দৃশ্য কাটিয়ে নতুন সংস্করণ মুক্তি পায়। এবার ‘ধুরন্ধর’-ও সেই পথে যাবে কি না, তা দর্শক ও সমালোচকদের নজরের বিষয় হয়ে দাঁড়িয়েছে।