ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে বিজয়নগর এলাকায় বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। দ্রুত তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে বিজয়নগর এলাকায় বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। দ্রুত তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।’
এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির দুই সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত লিখেছেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।
ইউটি/টিকে