ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, কিছুক্ষণ আগে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি। চট্টগ্রামে কিভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল।
তিনি আরও বলেন, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতীবাদ জানাচ্ছি। আমাদের উচিৎ হবে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে- প্রত্যেকটি মানুষের উচিৎ হবে এই ঘটনার তীব্র প্রতীবাদ এবং ঘৃণা জানানো।
বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে- যারা এই ঘটনার তদন্ত করবে; তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার কোনো সুযোগ থাকলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাকে দেশের আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে।
তিনি আরও বলেন, দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
টিজে/টিকে