ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। তার নাম ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল)।
তিনি সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার পরিবারের দু জন সদস্যকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।