আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারীদেরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশনের বিষয়ে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত নির্দেশনায় রেজিস্ট্রেশনের এ আহ্বান জানানো হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার; নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীরা; নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী; এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারদেরকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্ণিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া কোনো সরকারি কর্মকর্তা/কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকা কোনো কর্মকর্তা/কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।
এই পরিস্থিতিতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সব সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী (আইবিএএস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীরা) এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদেরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এমআর/টিএ