দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। এর আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে গত দেড় বছরে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গত ২১ সেপ্টেম্বর দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচার বিভাগের সংস্কারের একটি ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন।
কেএন/টিকে