আইপিএলের নিলামে ম্যানেজারের ভুলে শুধুই ‘ব্যাটার’ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন

এবারের অ্যাশেজে অলরাউন্ডার হিসেবেই দেখা যাচ্ছে ক্যামেরন গ্রিনকে। দুই টেস্টেই তিনি ব্যাটিং-বোলিং দুটিই করেছেন। কিন্তু আইপিএলের নিলামে তিনি নিজেকে রেখেছেন স্রেফ ‘ব্যাটার’ ক্যাটাগরিতে। তাতে ছড়িয়ে পড়েছিল সংশয়। সেই বিভ্রান্তি নিজেই দূর করে দিয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জানালেন, মূলত তার ম্যানেজারের ভুলে এমনটি হয়েছে।

আইপিএল নিলামের দুই দিন আগে গ্রিনের এই বক্তব্য বাড়তি উত্তেজনার রসদ ছড়াবে নিশ্চিতভাবেই। এবারে নিলামের মূল আকর্ষণ মনে করা হচ্ছে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে। তাকে নিয়ে টেবিলের খেলায় প্রবল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। শুধু ‘ব্যাটার’ হলেও কাড়াকাড়ি পড়ে যেত হয়তো, তবে ‘অলরাউন্ডার’ হওয়ায় লড়াইটা জমবে আরও বেশি।

অ্যাডিলেইডে রোববার অস্ট্রেলিয়ার অ্যাশেজ প্রস্তুতির আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রিন জানান, নিলামের নিবন্ধনের সময় ভুল বাক্সে টিক দিয়েছেন তার ম্যানেজার।

“বোলিংয়ের জন্য আমি ভালোভাবেই তৈরি। জানি না, আমার ম্যানেজার এটা শুনতে পছন্দ করবে কি না, তবে তার দিক থেকেই আসলে ঝামেলাটা হয়েছে। সে ‘ব্যাটার’ বোঝাতে চায়নি। আমার ধারণা, সে দুর্ঘটনাবশত সে ভুল বক্স নির্বাচন করে ফেলেছে। পুরো ব্যাপারটা যেভাবে হয়েছে, তা বেশ মজার। তবে হ্যাঁ, তার দিক থেকেই মূলত ঝামেলাটি হয়েছে।”



ভারতীয় ও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের ধারণা, নিলামে এবার সবচেয়ে দামি ক্রিকেটার হবেন গ্রিনই। এমনকি রিশাভ পান্তের ২৭ কোটি রুপির রেকর্ডও তিনি ভেঙে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তাকে পেতে যে দলগুলি মরিয়া থাকবে, সেগুলোর একটি মনে করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করার পর এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করতে পারবে এই দলটিই।

আইপিএলে রেকর্ড মূল্যে দল পাওয়া অবশ্য গ্রিনের জন্য নতুন কিছু নয়। ২০২৩ আইপিএলের নিলামে সাড়ে ১৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ান রেকর্ড ছিল সেটি। তখনও তার আন্তর্জাতিক অভিজ্ঞতা তেমন ছিল না।

সেই আসরে অসাধারণ কিছু না করলেও বেশ ভালো ছিল তার পারফরম্যান্স। ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে ৪৫২ রান করেছিলেন তিনি, উইকেট নিয়েছিলেন ৬টি। এর মধ্যে ছিল ৪৭ বলে সেঞ্চুরির ইনিংসও। পরের আসরে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ‘ট্রেড’ করে মুম্বাই। এবার গ্রিনের পারফরম্যান্স ততটা উজ্জ্বল ছিল না। উইকেট ১০টি নিলেও রান করেন ৩১.৮৭ গড় ও ১৪৩.২৫ স্ট্রাইক রেটে ২৫৫।
গত আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোট থেকে সেরে ওঠার পথে থাকায়।

সেই চোটের কারণেই বেশ কিছুদিন তার পরিচয় ছিল শুধুই ব্যাটার। চোট কাটিয়ে গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। পরে গত মাসে শেফিল্ড শিল্ডে আবার বোলিং শুরু করেন। এখন নিয়মিতই বোলিং করতে পারছেন।

আবু ধাবিতে এবারের নিলাম হবে আগামী মঙ্গলবার। পরদিনই শুরু অ্যাশেজের অ্যাডিলেইড টেস্ট। গ্রিন জানালেন, রোমাঞ্চ নিয়েই চোখ রাখবেন নিলামের দিকে।

“নিশ্চিতভাবেই আমি দেখব, আরও কয়েকজনের সঙ্গে। এসব দেখা সবসময়ই খুব মজার। অনেকটা লটারির মতো, কোন দলে যাব, আমার দলে আর কে কে থাকছে… সবসময়ই এসব দেখতে মজা লাগে।”

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

নিবিড় পর্যবেক্ষণে আছেন হাদি: ডা আব্দুল আহাদ Dec 14, 2025
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হত্যার হুমকি, রাকসু জিএস যা বললেন Dec 14, 2025
হাদি'র বর্তমান শারীরিক অবস্থা নিয়ে যা বললেন মঞ্চ২৪ এর আহবায়ক Dec 14, 2025
img
দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে: সাদিক কায়েম Dec 14, 2025
img
অপারেশনের পরেও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে : ডা. আব্দুল আহাদ Dec 14, 2025
img
৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো নেপাল Dec 14, 2025
img
মাদ্রাসার এমপিও শিটে ত্রুটি, সংশোধিত এমপিও শিট জারি Dec 14, 2025
img
হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে : মির্জা ফখরুল Dec 14, 2025
img
আর কারো বাকস্বাধীনতা খর্ব করতে দেওয়া হবে না: মো. শহিদুল ইসলাম Dec 14, 2025
img

আসিফ নজরুল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব Dec 14, 2025
img
শুটিংয়ের মাঝেই চলছে বিয়ের পরিকল্পনা অভিনেত্রী মধুমিতার! Dec 14, 2025
img
থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি Dec 14, 2025
img
মুক্তিযোদ্ধাদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ করা জরুরি : চসিক মেয়র Dec 14, 2025
img
পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ Dec 14, 2025
img
চট্টগ্রামে ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ৪ Dec 14, 2025
img
পরিচিতি আর বন্ধুত্ব এক নয়: পরমব্রত চ্যাটার্জি Dec 14, 2025
img
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ বিকেলে Dec 14, 2025
img
৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমকে দিলেন বাঁধন Dec 14, 2025
img
তারেক রহমানকে এমন সংবর্ধনা দেয়া হবে যা কোনো নেতাকে দেয়া হয়নি: মির্জা ফখরুল Dec 14, 2025
img
আলাভেস ম্যাচের আগে এমবাপ্পেসহ ১২ খেলোয়াড় নিয়ে বিপাকে মাদ্রিদ কোচ Dec 14, 2025