আগের দুই মৌসুমের মতো এবারও বায়ার্ন মিউনিখে দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। ইংলিশ তারকা স্ট্রাইকারের ধারাবাহিকতায় মুগ্ধ জার্মান চ্যাম্পিয়নদের কোচ ভেসোঁ কম্পানি। তার চোখে, কেইন দলের সত্যিকারের একজন নেতা।
চলতি মৌসুমে বুন্ডেসলিগায় এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেই ১৭ গোল করে ফেলেছেন কেইন। তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ১০ গোলও নেই আর কারো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে, ২৩ ম্যাচে ২৮ বার জালের দেখা পেয়েছেন ৩২ বছর বয়সী ফুটবলার।
বায়ার্নের জার্সিতে সবশেষ ম্যাচে জালের দেখা পাননি কেইন। তাতে অবশ্য স্পোর্তিং লিসবনের বিপক্ষে ম্যাচটি জিততে (৩-১) বেগ পেতে হয়নি তার ক্লাবকে।
এর আগের ম্যাচেই বদলি নেমে ২২ মিনিটে হ্যাটট্রিক করেন কেইন, বুন্ডেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে। এবারের মৌসুমে সেটি ছিল তার তৃতীয় হ্যাটট্রিক।
শুধু এই মৌসুমেই নয়, ২০২৩ সালে মিউনিখে পাড়ি জমানোর পর থেকেই গোলের বন্যা বইয়ে চলেছেন কেইন। প্রথম মৌসুমে লিগে ৩৬ গোলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪টি। আর ২০২৪-২৫ মৌসুমে তার গোল ছিল সব মিলিয়ে ৪১টি।
বুন্ডেসলিগায় ৭৬ ম্যাচে তার গোল ৭৯টি! এর সঙ্গে ২১টি অ্যাসিস্টও করেছেন তিনি। বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে ১১৯ ম্যাচে কেইনের গোল ১১৩টি।
২০২৭ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে কেইনের। গণমাধ্যমের খবর, তাকে পেতে চাইছে অনেক ক্লাব। তার রিজিল ক্লজ ৬ কোটি ৫০ লাখ ইউরো। তবে এখনই বায়ার্ন ছাড়তে আগ্রহী নন কেইন।
লিগ ম্যাচে রোববার মাইন্সের মুখোমুখি হবে বায়ার্ন। এবারের লিগে এখনও কোনো ম্যাচ না হারা দলটির কোচ কম্পানি আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, এখানে বেশ ভালো আছেন কেইন।
“হ্যারির ধারাবাহিকতা দুর্দান্ত। সে মিউনিখে তার পরিবার নিয়ে এবং এই দলে স্বাচ্ছন্দ্যবোধ করছে। হ্যারি আমাদের একজন সত্যিকারের নেতা।”
“অনুশীলনে হ্যারি ও নিকোলাসের (জ্যাকসন) মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। তার সবসময় একসঙ্গে ফিনিশিং নিয়ে কাজ করে। নিকোলাস উন্নতি করছে, কারণ সে হ্যারির সঙ্গে অনুশীলন করে।”
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ অবস্থায় আছে বায়ার্ন। ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ বেশি খেলা লাইপজিগ তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।
এমআর/টিকে