জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ফারুক-ই-আজম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে।
উপদেষ্টা বলেন, অভ্যুত্থানকালে স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করা হবে।
আইআর/টিকে