কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার বিজিবির

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, অপরাধী পারাপার, অস্ত্র ও মাদক চোরাচালান রোধসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

কয়েক দিন ধরে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এ সময় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে নির্ধারিত সময়ের পর সীমান্তের ‘জিরো লাইন’ এলাকায় জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অহেতুক সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য উৎসাহিত করছে বিজিবি।

এছাড়া, নির্বাচনের আগে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতপুর সীমান্তসংলগ্ন ২১টি বর্ডার আউটপোস্টে (বিওপি) অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে দিনরাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠায় বিজিবির এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

দৌলতপুর উপজেলা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ও করিমপুর থানার সঙ্গে সীমান্তযুক্ত।

বিজিবির তথ্য অনুযায়ী, এই অঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য ৮১ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে পদ্মা নদীর জলসীমা রয়েছে ১৭ দশমিক ১ কিলোমিটার। স্থলসীমান্তের ৫৮ দশমিক ৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও এখনও ২২ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে।

বিজিবি জানিয়েছে, নির্বাচনকালে কোনো চিহ্নিত অপরাধী যেন সীমান্ত দিয়ে দেশত্যাগ বা দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ পুশইনের মতো ঘটনা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতায় কাজ করছে বিজিবি।

এ বিষয়ে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ‘শুধু নির্বাচনকাল নয়, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখা আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই যাতে নির্বাচন সম্পন্ন করা যায়, সে জন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’

এছাড়া সন্দেহভাজন কাউকে দেখা গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল, দাবি তামিমের Dec 14, 2025
img
মানুষের বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে : পরীমনি Dec 14, 2025
img
'বাস্তিয়ান পাব' এর ঘটনায় ফের চর্চায় রাজ-শিল্পা দম্পতি Dec 14, 2025
img
সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি Dec 14, 2025
img
বিমানবন্দরের অপ্রীতিকর ঘটনায় অসন্তোষ প্রকাশ ম্যাককালামের Dec 14, 2025
img
৪র্থ বিবাহবার্ষিকীতে দাম্পত্যযাপন নিয়ে আবেগী পোস্ট অঙ্কিতা-ভিকির Dec 14, 2025
img
বাস্তব জীবন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক: তৌসিফ মাহবুব Dec 14, 2025
img
হাদিকে হামলার ঘটনায় মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে Dec 14, 2025
img
নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ Dec 14, 2025
img
সুদানে নিহত সেনা সদস্য শামীম রেজার গ্রামের বাড়িতে শোকের মাতম Dec 14, 2025
img
চেনা দুই প্রতিপক্ষ নির্বাচন বানচাল ও ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে: মির্জা ফখরুল Dec 14, 2025
img

দিল্লির প্রতিক্রিয়া

ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি Dec 14, 2025
img
‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি অয়েব ফিল্ম: রাহয়ান রাফী Dec 14, 2025
img
হর্নের শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ Dec 14, 2025
img
অনুষ্ঠানে কখনো খাবার খাই না: করণ জোহর Dec 14, 2025
img
ডাব খেয়ে গাছের উপর যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস Dec 14, 2025
img
মোটরসাইকেল মালিক হান্নানকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ Dec 14, 2025
img
মর্গে সন্তানকে দেখার যন্ত্রণা প্রকাশ অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির Dec 14, 2025
img
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে Dec 14, 2025
img
হাদির মাথায় গুলি চালায় ফয়সাল, বাইকের চালক আলমগীর: ডিএমপি Dec 14, 2025