আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে কয়েকদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এরপর থেকে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। যেখানে ব্যাটারদেরকে নতুন নতুন কৌশল শেখাতে ব্যস্ত রয়েছেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা।
আজ রোববার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট লটারির অনুষ্ঠানে উপস্থিত হন নুরুল হাসান সোহান। সেখানে চলমান ক্যাম্প নিয়ে তিনি বলেন, 'গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া সূচি অনেক ব্যস্ত ছিল। এরকম ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭-৮ দিন ধরে যে কাজটা আমরা করছি সেটা অনেক কাজে দেবে। কারণ এখানে স্কিল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি।'
'এরকম ক্যাম্পের সুযোগ তেমন পাওয়া যায় না। বিপিএলের আগে এই সময়টুকুই আছে। বিপিএল শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ। সবাই ম্যাচের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সবার যেসব জায়গায় উন্নতি করা দরকার স্কিল ক্যাম্পে সেগুলোই হচ্ছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে অভ্যস্ত। এখানে আলাদা করে ১-২ জন নিয়ে কাজ করা হচ্ছে। ব্যাটাররা আলাদাভাবে কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।'- বলেন সোহান।
আসন্ন বিপিএলের উইকেট কেমন হবে সেই প্রশ্নে সোহান বলেন, 'গত বছর উইকেট একটু ভালো ছিল। বিসিবিও চায় ভালো উইকেট তৈরি করতে। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে সেটা কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় উইকেট ভালোই থাকবে।'
বিপিএলে তার দল রংপুর রাইডার্সকে নিয়ে সোহান বলেন, 'আশা করব ভালো খেলার। বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। রংপুর সবসময় ভালো দল করে। ফাইনাল খেলার জন্য চেষ্টা করে। এইজন্য মাঠে পারপফর্ম করাটা জরুরি। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে। সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে৷'
এসএস/এসএন