ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনার পর সন্ত্রাসীদের ধরতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের দেশত্যাগ রোধে মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় ১৫টি চেকপোস্ট, দ্বিগুণ পেট্রোলিং সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশি অভিযান জোরদার করেছে ৫৮ বিজিব ব্যাটালিয়ন।
ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রবিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সরেজমিন গিয়ে দেখা যায়, সীমান্তবর্তী এলাকার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দেখলেই থামানো হচ্ছে। যাত্রীদের করা হচ্ছে তল্লাশি। এমনকি তাদের সঙ্গে থাকা ব্যাগ পর্যন্ত একাধিকবার চেক করা হচ্ছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম কালের বলেন, ‘সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যেন অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত মানুষ ও যানবাহন তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম চলছে। এছাড়াও আমাদের অভিযান টিম দ্বিগুণ করা হয়েছে।
সার্বিক বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।