অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে দুই হামলাকারীর মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলাকারী যুবক ২৪ বছর বয়সী নাভিদ আকরাম। সে সিডনির দক্ষিণ-পশ্চিমের বনিরিগ এলাকার বাসিন্দা।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় পুলিশের বরাতে এবিসি নিউজের প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় আকরাম গুলিবিদ্ধ হন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। অন্য বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছে।
সর্বশেষ প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত শিশুসহ ১২ জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
এবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় বন্ডি বিচে ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুক্কার প্রথম দিনের একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানটির নাম ছিল ‘চানুকা বাই দ্য সি ২০২৫’। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে বিচসংলগ্ন শিশুদের খেলার মাঠে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। চাবাদ অব বন্ডি নামের একটি ইহুদি কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পবেল প্যারেডসংলগ্ন বন্ডি প্যাভিলিয়নের কাছে একটি গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে আসেন। এরপর তারা গুলি চালাতে শুরু করেন।