নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিরিজ হারের পর ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের একাংশ গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানান।
তবে এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কোচিং স্টাফ সংক্রান্ত সব সিদ্ধান্ত বিসিসিআইয়ের নির্ধারিত ক্রিকেট কমিটি ও নির্বাচকরাই নিয়ে থাকেন।
সাইকিয়া বলেন, ‘ভারত ১৪০ কোটির মানুষের দেশ। এখানে সবাই নিজের মতো করে ক্রিকেট নিয়ে মত দেয়। প্রত্যেকেরই নিজের মতামত থাকবে।
এটি একটি গণতান্ত্রিক দেশ, কাউকে মুখ বন্ধ করে রাখা যায় না। মিডিয়া, সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার সবাই মত দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এসব মতামতে ভরে থাকে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু বিসিসিআইয়ে একটি ক্রিকেট কমিটি রয়েছে, যেখানে সাবেক ক্রিকেটাররা আছেন।
তারাই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পাশাপাশি দল নির্বাচনের জন্য পাঁচ সদস্যের সিলেকশন কমিটি আছে। তারাও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পান। প্রতিটি সিদ্ধান্তের বিপক্ষে ভিন্ন মত থাকতেই পারে।’
‘আমরা সব মতামত শুনি এবং বিবেচনা করি।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি ও নির্বাচকরাই।’
এর আগে সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি মন্তব্য করেছিলেন, যদি গৌতম গম্ভীরের অধীনে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিততে ব্যর্থ হয়, তাহলে বিসিসিআইয়ের উচিত বড় সিদ্ধান্ত নেওয়া।
ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘যদি গম্ভীর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিততে না পারেন, তাহলে বিসিসিআইকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিসিসিআই সচিব বলেছেন, গম্ভীরকে তার চুক্তির মেয়াদ পর্যন্ত রাখা হবে। কিন্তু যদি বিশ্বকাপের ফল ভালো না আসে, তাহলে বিসিসিআই বড় সিদ্ধান্ত নিয়ে তাকে সরিয়ে দিতে পারে।’
পিআর/টিকে