সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান যৌথ অভিযানে মাত্র এক সপ্তাহে ১৯,৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২,৩৬৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪ই ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ১২,৫০৬ জন, সীমান্ত সুরক্ষা আইন অমান্যকারী ৪,১৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২,৯১৬ জন রয়েছেন।
বর্তমানে ৩০,৪২৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৮,৭১৮ জন পুরুষ এবং ১,৭০৯ জন নারী। এছাড়া ২১,৮০৩ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,২০২ জনকে দ্রুত ভ্রমণের ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১,৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ২৪ জনকে আটক করা হয়।
এছাড়াও অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার অপরাধে ১৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা, পরিবহন বা আশ্রয় দেবেন, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানাসহ সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।
ইউটি/টিএ