হিন্দি ভাষায় দুর্দান্ত সাফল্যের পর এবার দক্ষিণ ভারতে দাপট দেখাতে প্রস্তুত ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই প্রত্যাশার সব হিসাব ওলটপালট করে দেওয়া এই হাই-অকটেন গুপ্তচরধর্মী ছবিটি ইতিমধ্যেই তিনশ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সেই সাফল্যের রেশ ধরেই এবার তেলুগু ভাষায় মুক্তির পথে হাঁটছে ছবিটি। আগামী ১৯ ডিসেম্বর তেলুগু সংস্করণে প্রেক্ষাগৃহে আসার লক্ষ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।
গত ৫ ডিসেম্বর হিন্দিতে মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে। বাস্তব জীবনের গোপন গোয়েন্দা সংস্থার অভিযানের ছায়ায় নির্মিত ছবিটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই সাফল্যের বড় ভরসা হয়ে উঠেছেন রণবীর সিং, যাঁর জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতেও দ্রুত বেড়েছে।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না, আর মাধবন ও সঞ্জয় দত্ত। শক্তিশালী অভিনয়, টানটান চিত্রনাট্য ও দেশপ্রেমের আবহ ছবিটিকে এ বছরের অন্যতম সফল হিন্দি ছবি হিসেবে প্রতিষ্ঠা করেছে। নির্মাতারা ইতিমধ্যেই ‘ধুরন্ধর পার্ট টু’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ২০২৬ সালের ১৯ মার্চ আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব।
তেলুগু সংস্করণের জন্য শুধু ডাবিং নয়, আঞ্চলিক দর্শকের সঙ্গে আরও গভীর সংযোগ গড়ে তুলতে গান ও সংলাপেও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। দক্ষিণের রাজ্যগুলিতে বড় পরিসরে প্রচারমূলক কার্যক্রমের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে। নির্মাতাদের আশা, হিন্দির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তেলুগু সংস্করণেও সমানভাবে দর্শক মন জয় করবে ‘ধুরন্ধর’।
সব মিলিয়ে, উত্তর থেকে দক্ষিণ—সারা দেশে নিজের প্রভাব আরও বিস্তৃত করতে চলেছে এই গুপ্তচর কাহিনি। প্যান-ভারত দাপটের পথে ‘ধুরন্ধর’ যে আরও এক ধাপ এগোতে চলেছে, তা বলাই যায়।
এমকে/এসএন