যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হয়েছেন খসরুজ্জামান খসরু।
সোমবার (১৫ ডিসেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সর্বশেষ যুক্তরাজ্য কমিটির সভাপতি ছিলেন এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ৫ আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের পর এরা দুজন দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
পিএ/এসএন