যে কারণে বিরোধী দলে জাপা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের স্বার্থে যে কোন সংস্কার, সংশোধনে জাতীয় পার্টি বিশেষ ভূমিকা পালন করবে। প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন হুসাইন মুহম্মদ এরশাদ। বিরোধী দলের কোনো সহিংসতা নয় দেশ ও জাতির কথা বলতেই সংসদে যাবে তারা।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে গনমাধ্যমকে দেওয়া এক ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না। দেশের স্বার্থে যে কোনো ইতিবাচক ভূমিকা নেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ হবেন প্রধান নেতা। এরশাদের শারীরিক সুস্থ্যতা সমন্ধে জিএম কাদের বলেন, তিনি সুস্থ্য আছেন। তিনি স্পিকারের কাছে সংসদ সদস্য হিসাবে দ্রুত শপথ নিবেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ফায়েকুজ্জামান ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

টাইমস/এসআর/ কেআরএস

Share this news on: