বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ রচনা ব্যানার্জী আবারও আলোচনায়, তবে এবার কোনও ছবি বা চরিত্রের জন্য নয়, তাঁর স্পষ্ট ও মানবিক জীবনবোধের জন্য। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি সমাজের নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করে আসছেন তিনি। সাম্প্রতিক এক বক্তব্যে রচনা নারীদের আর্থিক স্বাবলম্বিতা ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরে এমন কিছু কথা বলেছেন, যা অনেকের মন ছুঁয়ে গেছে।
রচনা ব্যানার্জীর মতে, মেয়েদের রোজগার করা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, জীবনে সবাই পড়াশোনায় সমান দক্ষ হবে এমন নয়, আর সেটাই স্বাভাবিক। কিন্তু পড়াশোনার বাইরে গিয়েও প্রত্যেক মানুষের মধ্যে কোনও না কোনও প্রতিভা লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে পাঠান না—এই বিশ্বাস থেকেই রচনা বলেন, নিজের ভেতরের সেই প্রতিভাকে খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ।
তাঁর কথায় উঠে এসেছে এক গভীর বাস্তবতা। সমাজে এখনও অনেক জায়গায় মেয়েদের যোগ্যতা শুধুই পড়াশোনার ফলাফলের মাপকাঠিতে বিচার করা হয়। রচনা সেই ধারণার বাইরে গিয়ে জানান, প্রতিভার রূপ অনেক রকম হতে পারে। কেউ ভালো রান্না জানে, কেউ সেলাইয়ে পারদর্শী, কেউ গান, নাচ বা শিল্পকর্মে দক্ষ। প্রয়োজন শুধু সেই দক্ষতাকে চিনে নেওয়া এবং তাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা।
অভিনেত্রীর এই বক্তব্যে স্পষ্ট, তিনি মেয়েদের নির্ভরশীল জীবন থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। তাঁর মতে, আর্থিক স্বাধীনতা শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, এটি আত্মসম্মান ও সিদ্ধান্ত নেওয়ার শক্তিও দেয়। এই দৃষ্টিভঙ্গি আজকের সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে নারীরা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন নানা ক্ষেত্রে।
আরপি/এসএন