বড়দিনের প্রাক্কালে আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিন মাসি। ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার প্রকাশ্যে আসা ট্রেলারে এক ঝলকেই স্পষ্ট, এবার আরও রণংদেহি, আরও দৃপ্ত মিতিনের রূপে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক।
চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদামাটা সুতির শাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে রহস্যভেদের দৃঢ়তা—সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের কলমে আঁকা মিতিন মাসির যে অবয়ব, ঠিক সেই ছাঁচেই এবারও নিজেকে মেলে ধরেছেন কোয়েল। ট্রেলারে নামের সঙ্গেই গল্পের মিল ধরা পড়ে, একটি খুনের তদন্তকে কেন্দ্র করেই এগোয় কাহিনি। তবে সেই এক খুনের আড়ালেই লুকিয়ে রয়েছে একের পর এক জটিল রহস্য, যা উদঘাটনের দায়িত্বে মিতিন।
ট্রেলারের সবচেয়ে বড় চমক কোয়েলের মারকাটারি অ্যাকশন। আগের পর্বগুলির মতোই এবারও শক্তপোক্ত অ্যাকশন দৃশ্যে ভরপুর ছবি। একের পর এক ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেকে উজাড় করে দিতে দেখা যায় তাঁকে। সেই কারণেই গত বছর শুটিং চলাকালীন গুরুতর চোটও পান অভিনেত্রী। নেপালগঞ্জে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁর হাতের হাড় ভেঙে যায়। তবুও চরিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি দর্শকদের নিরাশ করতে চাননি, তা ট্রেলারেই স্পষ্ট।
ছবিতে কোয়েলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও দুলাল লাহিড়ির মতো পরিচিত মুখেরা। গোয়েন্দা কাহিনির সঙ্গে অ্যাকশন ও রহস্যের মেলবন্ধনে বড়দিনে দর্শকদের জমজমাট অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে ‘মিতিন একটি খুনির সন্ধানে’। ট্রেলার মুক্তির পর থেকেই অনুরাগীদের প্রত্যাশা আরও বেড়েছে, পর্দায় মিতিন মাসির নতুন অভিযান দেখার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
আরপি/এসএন