বলিউডের তরুণ প্রতিভা ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়ার অভিনীত ছবি ‘হোমবাউন্ড’ এবার অস্কারের পথচলায় আরও একধাপ এগিয়ে গেল। পরিচালনায় নীরজ ঘাওয়ান, প্রযোজনায় করণ জোহরের এই ছবি ২০২৬ সালের ৯৮তম অস্কারের জন্য সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক ও প্রযোজক সোশাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘হোমবাউন্ড’ মূলত একটি নিখাদ বন্ধুত্বের গল্পের মাধ্যমে সমাজের নানা দিক ও মানুষের সম্পর্ককে তুলে ধরেছে। ছবির কাহিনি অনুপ্রাণিত ২০২০ সালের নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের আলোকে। শুধু বন্ধুত্ব নয়, সমাজের নানা স্তরের সম্পর্ক, মানসিক টানাপোড়েন ও মানবিক অনুভূতিই ফুটে উঠেছে ছবিতে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার অ্যাকাডেমির তরফে নির্বাচিত পনেরোটি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’ অন্যতম। এই তালিকা থেকে আগামী ২২ জানুয়ারি আরও ঝাড়াইবাছাইয়ের পর মোট পাঁচটি ছবিকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে টরন্টো ও কান চলচ্চিত্র উৎসব।
পরিচালক নীরজ ঘাওয়ান জানিয়েছেন, “৯৮ তম অস্কারের দৌড়ে ‘হোমবাউন্ড’ আমাদের সকলের জন্য বড় অর্জন। দর্শকদের ভালোবাসায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।” প্রযোজক করণ জোহরও লিখেছেন, “এই মুহূর্তে আমরা দর্শকদের সমর্থন পেয়ে সত্যিই আপ্লুত। ছবির সাফল্যে সবাইকে ধন্যবাদ।”
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ‘হোমবাউন্ড’ শুধু অস্কারের দৌড়েই নয়, বরং বন্ধুত্ব, সমাজ ও মানুষের আন্তঃসম্পর্কের এক অভিনব আঙ্গিকের জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির অনুরাগীরা এখন উত্তেজিত প্রতীক্ষায় আছেন চূড়ান্ত মনোনীত ছবির ঘোষণা দেখার জন্য।
আরপি/এসএন