টলিউডের নতুন প্রজন্মের তরুণ প্রতিভা রোনাক খান সাম্প্রতিক সময়ে দর্শকের মনে নিজস্ব জায়গা করে নিয়েছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ারভাটা’ এর ‘ভানু’ চরিত্র তাকে রাতারাতি পরিচিতি দিয়েছে। পর্দায় একতরফা প্রেমে ডুবে থাকা ‘ভানু’ র ভূমিকায় রোনাকের আবেগ, মাধুর্য ও নিখুঁত অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে।
গ্রামের মেঠো রাস্তায় বেড়ে ওঠা রোনাক খান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন অভিনয়ের। বাবার বাস ও কন্ডাকটর দাদার গল্প শুনতে শুনতে বড় হয়ে ওঠা এই ছেলেটি পড়াশোনার পাশাপাশি ক্রিকেট ও মঞ্চাভিনয়েও মন দিয়েছিলেন। ইংরেজিতে স্নাতক হওয়ার পরও স্বপ্ন ছাড়েননি। কলকাতা এসে মডেলিংয়ের মাধ্যমে পেশাজীবন শুরু করেন, তারপর মঞ্চাভিনয় ও ছোটপর্দায় নিজের প্রতিভা যাচাই করেন।
রোনাকের ধারাবাহিক যাত্রা সহজ ছিল না। মডেলিং, নাট্যদল, ছোটপর্দার পার্শ্ব চরিত্র সবমিলিয়ে তিনি নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন। ধারাবাহিকে ‘ভানু’ চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি রুদ্রাক্ষ পরেছেন, কপালে তিলকও কেটেছেন। বাস্তব জীবনেও পরিশ্রম, শৃঙ্খলা ও নিজের অনন্য লড়াই তাঁকে এগিয়ে নিয়ে এসেছে। সহঅভিনেতা শ্রুতি দাসও রৌনকের এই মনোযোগ ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন।
পর্দার ‘ভানু’ আর বাস্তবের রোনাক কি একাকার? অভিনেতা জানালেন, “তেমন কিছুই থাকলে সমস্যা কোথায়? যাকে ভালোবাসি তাকে নিয়েই বাঁচছি। নিজের মতো করে।” সত্যিই, রৌনকের জীবনটাই যেন এক রূপোলি পর্দার গল্প পরিশ্রম, ভালোবাসা এবং স্বপ্নের এক অমলিন সংমিশ্রণ।
আরপি/এসএন