আর কয়েক দিন পরেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে নেইমারের। তবে মাস ছয়েক পরই বিশ্বকাপ থাকায়, মাঝের সময়টা এই দলেই থাকার ইচ্ছা ব্রাজিলিয়ান তারকার এবং ক্লাবও তাকে ধরে রাখতে চাই, খবর গণমাধ্যমের।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএনও লিখেছে, সান্তোস ও নেইমারের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসের শেষে সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। তবে ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এজেন্ট ও তার বাবা নেইমার সিনিয়রের সঙ্গে আলোচনা করেছে ক্লাব কর্তৃপক্ষ এবং চুক্তির মেয়াদ আরও ছয় বাড়াতে সম্মত হয়েছে দুই পক্ষ।
৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে ছুটিতে আছেন যুক্তরাষ্ট্রে। বাঁ হাঁটুর চোটে ভুগলেও, শেষ তিনটি লিগ ম্যাচে চার গোল করে সান্তোসকে শীর্ষ স্তরে টিকে থাকতে সাহায্য করেছেন তিনি।
বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড এই মাসের শেষের দিকে বাঁ হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করাতে পারেন। চিকিৎসকদের মতে, প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। এক মাসের মধ্যেই সেরে উঠতে পারেন তিনি।
মৌসুম শেষে নেইমার নিজেই জানিয়েছিলেন, সান্তোসেই থাকতে চান তিনি। চোটের ছোবলে সৌদি প্রো লিগের দল আল হিলালে ভীষণ কঠিন সময় কাটিয়ে, গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরা নেইমারের লক্ষ্য আগামী বছর ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে খেলা।
সান্তোসে গিয়েও অবশ্য চোট পিছু ছাড়েনি তার। বারবার পড়েছেন নতুন নতুন সমস্যায়। চোটের কারণেই গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা।
ফিটনেস ঘাটতি থাকার পরেও, সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন নেইমার।
এবি/টিকে