রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১২ ফান্ড তদন্তে বিএসইসির ৬ কমিটি

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন এবং আইন লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রতি ৬টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নতুন এক আদেশের মাধ্যমে আগের তিন সদস্যের তদন্ত কমিটি বাতিল করে এই নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে। ৬টি কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান।

বিগত সরকারের সময়ে আইন অমান্যকারী মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শৈথিল্য দেখা গেলেও, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন কঠোর ভূমিকা গ্রহণ করেছে। রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে এরইমধ্যে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তদন্তের প্রথম কমিটি অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হকের নেতৃত্বে এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং রেইস ম্যানেজমেন্টের নিজস্ব কার্যক্রম খতিয়ে দেখবে। দ্বিতীয় কমিটির দায়িত্বে থাকা উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং রানা দাস তদন্ত করবেন পিএইচপি ১ম মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড।
তৃতীয় কমিটিটি যুগ্ম পরিচালক সুলতানা পারভীনের নেতৃত্বে ফার্স্ট জনতা ব্যাংক এবং ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম তদন্ত করবে। অন্যদিকে, চতুর্থ কমিটি যার নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মওদুদ মোমেন, তারা এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের আর্থিক অসংগতিগুলো অনুসন্ধান করবে।

পঞ্চম কমিটির সদস্যরা হলেন যুগ্ম পরিচালক অনু দে ও মো. সাগর ইসলাম, যারা আইএফআইসি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের অনিয়ম খুঁজবেন। সবশেষ বা ষষ্ঠ কমিটিটি রেইস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও রেইস স্পেশাল অপরচুনিটি নামক দুটি ওপেন ইন্ডেড ইউনিট ফান্ডের ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করে দেখবে।

বর্তমানে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট মোট ১২টি ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি তালিকাভুক্ত ক্লোজএন্ড ফান্ড এবং দুটি ওপেন ইন্ড ফান্ড রয়েছে। এই ফান্ডগুলোর অর্থ ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড বা স্বার্থের বিপরীতে কোনো বেআইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা বের করাই এই ৬টি তদন্ত কমিটির প্রধান লক্ষ্য।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি জাতীয় ছাত্রশক্তির Dec 18, 2025
img
মেসির স্বপ্ন পূরণের মাঠেই ফাইনালিসিমা Dec 18, 2025
img
‘আগামী ৫৫ বছরেও যেন এ রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সে জন্যই সব আয়োজন’ Dec 18, 2025
img
মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি ১২ জানুয়ারি Dec 18, 2025
img
হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে ইচ্ছাপূরণ হলো লোলার Dec 18, 2025
img
পরিবারের সদস্যসহ ৬ জনকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান Dec 18, 2025
img
অন্তঃসত্ত্বা অবস্থায়ও চাপা পোশাক পরতে বলা হতো: রাধিকা আপ্তে Dec 18, 2025
img
বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে : হাসনাত আবদুল্লাহ Dec 18, 2025
img
‘জোর করে চুম্বনের চেষ্টা’, বাবার বয়সি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ মালতীর Dec 18, 2025
img
‘ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার’ Dec 18, 2025
img
নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ Dec 18, 2025
img
বিলাসিতা বা আভিজাত্য আমাকে কখনোই খুব একটা টানেনি: ঈশিতা Dec 18, 2025
img
সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি : সামান্তা শারমিন Dec 18, 2025
img
জাকির খানের নিরাপত্তা চান মা, থানায় জিডি Dec 18, 2025
img
এমন বন্ধু চাই যে ছেড়ে চলে যাবে না: সোহিনী সরকার Dec 18, 2025
img
স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের Dec 18, 2025
img
ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন তারেক রহমান Dec 18, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের আগেই বরখাস্ত ইতালির অধিনায়ক Dec 18, 2025
img
গান জনপ্রিয় হওয়ায় 'ধুরন্ধর' দেখার ইচ্ছা প্রকাশ করলেন বাহরিন র‍্যাপার Dec 18, 2025
img
কেউ বাঁধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 18, 2025