ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। একপর্যায়ে এই আন্দোলনে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ফলে মধ্যরাত থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সমবেত হতে থাকেন ছাত্র-জনতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে এবং শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীদের এই অংশগ্রহণের পর আন্দোলনের ব্যাপকতা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। আন্দোলনের অংশ হিসেবে কোথাও কোথাও টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানাতে দেখা গেছে।
আন্দোলনকারীরা এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’—সহ নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।
আন্দোলনকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এখনও স্পষ্ট কোনো জবাবদিহি নেই। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
ইউটি