ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আধিপত্যবাদের এদেশিয় দোসর ও সহযোগীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ কথা লেখেন।
সাদিক কায়েম লেখেন, ‘আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী শরীফ ওসমান হাদির শাহাদাত বরণের পর খুনীদের শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও প্রক্সি ষড়যন্ত্রকে পরাজিত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য।’
তিনি লেখেন, ‘একইসঙ্গে আধিপত্যবাদের এদেশিয় দোসর/সহযোগীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদপত্র অফিসে হামলা ও আগুন দেয়ার ঘটনা তারই অংশ হয়ে থাকতে পারে।’
এ অবস্থায় ছাত্র-জনতাকে সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করে রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি।
এসএস/টিএ