বলিউড অভিনেতা অক্ষয় খান্না নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সরাসরি মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া মন্তব্যে তিনি জানিয়েছেন, বিয়ে বা সংসারের মতো বড় দায়িত্ব নেওয়ার কোনো আগ্রহ তার নেই। তার মতে, চাপের মধ্যে করা বিয়ে একদমই অর্থহীন এবং জীবনকে আনন্দময় করে তোলে না।
অক্ষয় খান্না বলেন, অনেক মানুষ একা থাকতে পারেন না, তাই সমাজের চাপ বা অন্যদের প্রভাবের কারণে বিয়ে করেন। কিন্তু তিনি একা থাকার স্বাধীনতা উপভোগ করেন এবং নিজের জীবনধারায় শান্তি খুঁজে পান। এই মনোভাব তার ব্যক্তিগত স্বাধীনতা ও স্বতন্ত্রতার প্রতি দৃঢ়তার প্রকাশ।
অক্ষয় খান্নার এই মন্তব্য আধুনিক প্রজন্মের জন্যও প্রেরণার উৎস হতে পারে, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যকে জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরপি/এসএন