ভালোবাসা, প্রাপ্তি আর না পাওয়ার দর্শন নিয়ে গভীর মানবিক অনুভূতির কথা বললেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা এক উপলব্ধিতে তিনি জানান, ভালোবাসা পাওয়া বা না পাওয়ার প্রতিটি পর্যায়ের মধ্যেই সৃষ্টিকর্তার উপস্থিতি লুকিয়ে থাকে।
রানী মুখার্জির মতে, যদি কেউ জীবনে তার প্রাপ্য ভালোবাসা পেয়ে যান, তবে সেটিকে সৃষ্টিকর্তার দয়া হিসেবেই দেখা উচিত। কারণ সেই ভালোবাসা মানুষকে শক্তি দেয়, ভরসা জোগায় এবং জীবনের পথচলাকে সহজ করে তোলে। আবার যদি সেই ভালোবাসা নাও মেলে, তবে হতাশ হওয়ার কিছু নেই। তার বিশ্বাস, তখন সৃষ্টিকর্তা নিজেই মানুষের আরও কাছাকাছি হয়ে যান, তাকে একা থাকতে দেন না।
এই অভিনেত্রীর বক্তব্যে ভালোবাসাকে কেবল মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মিক এক উপলব্ধির জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। জীবন সব সময় প্রত্যাশামতো না চললেও, প্রতিটি পরিস্থিতির মধ্যেই যে গভীর অর্থ লুকিয়ে থাকে, সেটিই তিনি তুলে ধরেছেন তার কথায়।
রানী মুখার্জির এই দর্শন অনেকের কাছেই হয়ে উঠেছে সান্ত্বনার ভাষা। সম্পর্কের ভাঙন, একাকিত্ব কিংবা না পাওয়ার বেদনায় থাকা মানুষদের জন্য তার এই কথা নতুন করে ভাবতে শেখাচ্ছে জীবন ও বিশ্বাসের সম্পর্ক নিয়ে।
আরপি/এসএন