ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণকারী এই বিপ্লবীর নিথর দেহ নিয়ে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ছাড়বে।
ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওসমান হাদীর মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ডা. আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় আবেগপ্লুত কণ্ঠে বলেন, আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তিনি আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন। অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান-আপনারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে এবং এই শহীদের পরিবারের পাশে থাকুন।
ঘটনাটি ঘটে গত ১২ ডিসেম্বর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদী। ওই দিন দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যার অংশবিশেষ ব্রেনে আটকে ছিল।
প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৪ মিনিটে তার ভেরিফায়েড পেজ থেকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়।
ওসমান হাদীর মৃত্যুতে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্যসহ বিভিন্ন ছাত্র-সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তাকে ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী’ হিসেবে অভিহিত করা হয়েছে। আগামীকাল বাদ জুমা সারাদেশে দোয়া ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হাদীর মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং সাধারণ জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাজার সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেএন/টিকে