বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়ে সমাজের জন্য আরো বিপজ্জনক। যেকোনো রাজনৈতিক শাসন মানুষকে দমন করতে পারে, কিন্তু সাম্প্রদায়িক শক্তি দেশের অভ্যন্তরীণ সংহতি ধ্বংস করতে পারে। এটি দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর নগরে শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের শান্তি ও অগ্রগতির জন্য সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন ও বিদ্বেষ কখনো সমাধান আনতে পারে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চাইছে। একটি সংসদ ও সরকার গঠনই এখন গুরুত্বপূর্ণ, যা জনগণের কাছে জবাবদিহি রাখবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং নির্বাচিত প্রতিনিধিরা দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ভক্তরা।
আইকে/এসএন