জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে কক্সবাজারে চলমান মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় শনিবার (২০ ডিসেম্বর) এই দিন মেলার সব কর্মসূচি স্থগিত থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না ও সদস্য সচিব নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এক দিনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, পরবর্তী কর্মসূচি অনুযায়ী ২১ ডিসেম্বর (রোববার) দুপুর ২টা থেকে স্থগিত প্রতিযোগিতাগুলো পুনরায় শুরু হবে। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পুরস্কার বিতরণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।
গত ১৭ ডিসেম্বর শহরের শহীদ দৌলত ময়দানে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়।
এবি/টিকে