ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাজনৈতিক বা কূটনৈতিক কোনো বাধাই এই সিদ্ধান্তে প্রভাব ফেলবে না।
এক বিবৃতিতে রুবিও জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মতে, মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের আস্থা নেই এবং প্রতিশ্রুতি রক্ষা না করায় কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন।
রাশিয়ার ভূমিকা নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয় বলে জানান রুবিও। তিনি বলেন, ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়ার সমর্থন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।
এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকায় মাদক চক্র দমনের নামে সামরিক তৎপরতা বাড়াতে একটি নির্বাহী আদেশ দেন। এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ৪৫ লাখ মানুষকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে যেকোনো হামলা প্রতিরোধের ঘোষণা দেন।
টিজে/টিএ