চীন ভ্রমণে নিষেধাজ্ঞা : অমান্য করলে সৌদি ফেরা যাবে না

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সৌদির সকল নাগরিক ও দেশটিতে বসবাসকারী অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে চীন সফর করে, তবে তারা সৌদি আরবে আর ফিরতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার ৬ সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র সূত্রে আরব নিউজ এ খবর জানিয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কোনো নাগরিক চীন ভ্রমণে সরকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের যুক্তিখন্ডনের জন্য লিখিতভাবে সুযোগ দেয়া হবে। কোনো নাগরিক ও সৌদিতে বসবাসকারী যদি যুক্তিখন্ডনে ব্যর্থ হয়, তবে তাদের আর সৌদিতে থাকার অনুমতি দেয়া হবে না।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: