বক্স অফিসে অব্যাহত ‘ধুরন্ধর’ এর সাফল্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির অন্যতম আকর্ষণ হল রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্নার অভিনয়। এমনকি র. মাধবনও স্ক্রিনে অক্ষয়ের সঙ্গে শেয়ারিং করার সময় নিজেকে কিছুটা ফিকে মনে করেছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে টিনসেল টাউনে।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন দক্ষিণী অভিনেতা র. মাধবন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “অক্ষয়ের এই সাফল্যে আমি হিংসা অনুভব করছি না। ও যা প্রশংসা পাচ্ছে, তার সবটাই ওর প্রাপ্য।” মাধবন আরও যোগ করেছেন, অক্ষয় একজন ‘প্রতিভাবান এবং মাটির কাছে থাকা’ অভিনেতা। তিনি নিজের সাফল্য দেখানোর জন্য হাজার হাজার সাক্ষাৎকারে ঘুরে বেড়ানোর পরিবর্তে নতুন বাড়িতে বসে নৈশব্দ্য উপভোগ করছেন, যা গত কয়েক বছর ধরে করে আসছেন।
অজয় সান্যাল চরিত্রে মাধবন যা পরিসর পেয়েছেন, তাতেও দর্শকরা মুগ্ধ হয়েছেন। তবে অক্ষয়ের অভিনয় এই মুহূর্তে দর্শক এবং সমালোচকের নজর আরও বেশি কাড়ছে। ‘ধুরন্ধর’ বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে এবং হাজার কোটি ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণী সিনেমার রমরমা বাজারে এই সিনেমা বলিউডের পক্ষ থেকে যোগ্য প্রতিক্রিয়া দিয়েছে।
অক্ষয় খান্না এর আগে ‘ছাবা’ ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন। তাই ‘ধুরন্ধর’-এর সাফল্য তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মাধবন নিজের সহকর্মীর প্রশংসা প্রকাশ করে পুরো বিষয়টিকে পেশাদারিত্ব ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখিয়েছেন।